শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

‘ডাঙ্কি’ , ‘সালার’ বক্স অফিসে কে কতটা এগিয়ে?

বিনোদন ডেস্ক:: বছর শেষে প্রেক্ষাগৃহে মুখোমুখি হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী তারকা প্রভাস। গত ২১ ডিসেম্বর ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় শাহরুখের ‘ডাঙ্কি’। তার পরের দিন ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পেয়েছে প্রভাসের ‘সালার’।

মুক্তির পর থেকে আলোচনার শীর্ষে এখন ‘ডাঙ্কি’, ‘সালার’। বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছে সিনেমা দুটি। তবে ‘সালার’ সিনেমার তুলনায় ‘ডাঙ্কি’ দেখে অধিক মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা। কিন্তু বক্স অফিসে কে কতটা এগিয়ে?

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘ডাঙ্কি’ আয় করেছে ২৯.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ২০ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ২৪ কোটি রুপি। ভারতে যার মোট আয় ৭৩.২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ১৬০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২১১ কোটি ৯ লাখ টাকা।

অন্যদিকে ‘সালার’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ১০২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২৪০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩১৬ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

রাজকুমার হিরানি নির্মিত ‘ডাঙ্কি’ সিনেমায় আরো অভিনয় করেছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। এ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করলেন শাহরুখ-হিরানি।

‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীল নির্মাণ করেছেন ‘সালার’ সিনেমা। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— পৃথ্বিরাজ সুকুমার, ঐশ্বরী রাও, শ্রিয়া রেড্ডি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০০ কোটি রুপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com