বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:: দৈনিক মজুরী বৃদ্ধি ও কর্মচারী হয়রানি বন্ধের দাবিতে ঠাকুরগাঁও সুগারমিল শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

গত সাত দিন ধরেই তাদের এ কর্মবিরতি চলছে। শ্রমিকদের ন্যায্য দাবী দাওয়া পূরন না হওয়া পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত রাখার ঘোষনা দিয়েছে তারা। এতে বিপাকে পড়েছে মিল কর্তৃপক্ষ। চলতি আখ রোপন মৌসুমে শ্রমিকদের এমন কর্মসুচি চলতে থাকলে আগামী মাড়াই মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে মিলটি।

দৈনিক চুক্তিভিত্তিক মাঠ শ্রমিকদের সাধারন সম্পাদক সুজন মিয়া অভিযোগ করেন, গত প্রায় পনের বছর যাবত বাজারে ধাপে ধাপে শ্রমিক মজুরি বাড়লেও মিল কর্তৃপক্ষ তা মানছেন না। বাজারে একটি দিনমজুর সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করে পাঁচশত টাকা মজুরি পেলেও মিল কর্তৃপক্ষ শ্রমিকদের পূর্বে নির্ধারিত দৈনিক দুইশত টাকা হারে প্রদান করে আসছেন। যার কারণে শ্রমিকদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

শ্রমিক সর্দার করম আলী জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা মিলের উর্দ্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে একাধিকবার জানানো হলেও কোন গুরুত্ব দিচ্ছেননা কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়েই এই কর্মবিরতি পালন করা হচ্ছে। মজুরি বৃদ্ধি না করা পর্যন্ত এ কর্মসুচি চলতে থাকবে বলে জানান তিনি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহী জানান, মিলের নিয়ম অনুযায়ী শ্রমিকদের মজুরি প্রদান করা হয়। মাঠ পর্যায়ের শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে মন্ত্রনালয়ে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com