শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

ঠাকুরগাঁও কেন্দ্রীয় গোবিন্দ জিঁউ মন্দিরে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিশ্ব শান্তি মঙ্গল কামনায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় গোবিন্দ জিঁউ মন্দিরে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠান ১৬ প্রহন (২দিন) ব্যাপী শুরু হয়েছে।

সোমবার ভোর রাত থেকেই শুরু হয়ে বৃহস্পতিবার সকালে সমাপ্ত হবেন এই যজ্ঞানুষ্ঠান।

হরিসভা কমিটির সভাপতি নির্মল তুমার সরকার জানান , এবার গোপালগঞ্জ,মাগুরা,খুলনা,কৃষরগঞ্জ ২টি,নেত্রকণা সহ দেশের নামকরা ৬টি দল ২ দিন ব্যাপী এই অনুষ্ঠানে হরিনাম পরিবেশন করবে।

এর আগে ৩০ বৈশাখ থেকে ১ জ্যৈষ্ঠ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় শ্রী শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এর পরে ১ জ্যৈষ্ঠ ভোরে নগর সংকীর্তন ও দুপুরে ভোগ মহোৎসব অনুষ্ঠানের মাধ্যমে ২দিন ব্যাপী এই হরিনাম যজ্ঞের সমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com