শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা’র রুহিয়া থানায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ৩৮০ তম রুহিয়া শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় ব্যবস্থাপনা পরিচালক রাকাব মো: কাজী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে রাকাব রুহিয়া শাখার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, পরিচালনা পর্ষদ রাকাব মুহাম্মদ নজরুর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: মোশারুল ইসলাম সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক নজরুর ইসলাম স্বপন, সহ: পুলিশ সুপার, ঠাকুরগাঁও মো: হাসিবুল আলম, মহা ব্যবস্থাপনা পরিচালক, রাকাব মো: রাকিবুর রহমান খন্দকার সহ রাকাব রুহিয়া শাখার কর্মকর্তাবৃন্দ।