বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে॥ যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখা।
শনিবার দুুপুর ২ টায় জেলা যুবদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
জেলা যুবদলের সভাপতি চৌধুরী মুহা:মাহেবুল্লাহ আবু নূরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি আলী বখতিয়ার উজ্জল, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর যুবদলের সভাপতি আহম্মদ উল্লাহ বাবু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, থানা যুবদলের সভাপতি আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক লিটন সহ দলের নেতাকর্মীবুন্দ।
এসময় দলের সকল নেতাকর্মীগণ সেখানে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান।