বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার নব-নিমিতব্য একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনে সাংসদ রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন শেষে মাদ্রাস প্রাঙ্গনে এক আলোচনা সভায় রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশে নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ রয়েছে। মানুষ মনে করেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং তাঁরা ভোট দিয়ে মনমতো সরকার গঠন করতে পারবেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশে জন্য যা উন্নয়ন করেছে, তা বিগত কোন সরকার করতে পারেনি। দেশের উন্নয়ন করতে হলে আ.লীগ ছাড়া কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড.মকবুল হোসেন বাবুর সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুন্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে।