বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে মনোনয়ন পত্র দাখিল করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি॥

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মননোয়ন পত্র দাখিল করেছেন।

বুধবার বিকেল সাড়ে ৩ টায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার বরাবরে মনোনয়নের কাগজপত্র দাখিল করেন মির্জা ফখরুল।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

মনোনয়ন পত্র দাখিলের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে আমরা অংশগ্রহন করছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে।

গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে, দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতেই আমরা এই নির্বাচনে অংশগ্রহন করেছি।

তিনি আরো বলেন, অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহন করছি। আমরা বিশ্বাস করি জনগনের ভোটে গণতন্ত্রের বিজয় হবে। গণতান্ত্রিক নির্বাচন যদি হয়, স্পেইস যদি পাওয়া যায় তাহলে জনগন অবশ্যই বিজয়ী হবে এবং শৈরাচারের পতন হবে।

এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com