বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥ “চলো যাই যুদ্ধে দেশ মাতার মুক্তির লক্ষে” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচী চলাকালে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপরে লাঠিচার্জ করলে আহত হয় অন্তত ২৫ জনেরও বেশি।
বুধবার বেলা ১ টার সময় জেলা বিএনপির আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় কর্মসূচী চলাকালে পুলিশ দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নিলে বাগবিতন্ডার সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সেখানে উপস্থিত নেতাকর্মীরা ছোটাছোটি করে ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিচার্জে বিএনপির ৫ জন নেতাকর্মী গুরুতর এবং আরো প্রায় ২০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, ছাত্রদলের সভাপতি কায়েস সহ দলের অন্যান্ন নেতাকর্মীরা।
উল্লেখ্য, পুলিশের লাঠি চার্জের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ শেষে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে একটি স্বারক লীপি প্রদান করা হয়।