বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥
খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার কর্তৃক ফরমায়েশী রায়ের বিরুদ্ধে অনশন কর্মসূচী সভা পালন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে তাদের নিজেস্ব কার্যালয়ের সামনে এ অনশন সভা করা হয়।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুনন্নবী, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ চৌধুরী আবু নূর, জেলা যুবদলের সাংগঠনিক জাহিদ,মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রুবিনা আখতার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক সহ নেতাকর্মীরা।
এসময় বক্তরা, খালেদা জিয়ার মুক্তির জন্য জোড় দাবী জানায়।