মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুড়ে ছাই অর্ধশতাধিক বসতঘর

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে একটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ পরিবারের ৫০টিরও বেশি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও ১০-১২টি পরিবারের বেশ কিছু ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ জানুয়ারি) রাত ১১টায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পটুয়া পাইকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানাননি তিনি।

স্থানীয় আনোয়ার হোসেন বলেন, প্রতিবেশী হাসিরুল ঘরে বৈদ্যুতিক তারে আগুন লাগে। এ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ আগুনে আমারসহ আরও ১৩-১৪ পরিবারের ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শী শামসুল বলেন, আগুনে যেসব মানুষের ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। প্রত্যেকটা ঘরের কোনোকিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল-ডাল, খাতা-কলম, টাকাপয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটা গবাদিপশুও অগ্নিদগ্ধ হয়েছে। এতে পরিবারগুলো সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে।

আরেফিন আলম বলেন, আজকে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে এই পরিবারগুলোর ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মনে করছি এটাই বুঝি এ জেলার সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা। একসঙ্গে এতগুলো ঘর আর কোথাও পুড়েনি।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাতের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। সেখানে রাতেই ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় শীতবস্ত্র পাঠানো হয়েছে। এছাড়াও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com