শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে আলতাবুল রহমান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
আজ বুধবার ভোর রাতে সদর উপজেলার ভাতারমারী কান্দর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায় এসময় মাদক ব্যবসায়ী আলতাফুরসহ কয়েকজন পুলিশের উপড় হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে মাদক ব্যবসায়ী আলতাফুর মারা গেলে বাকিরা পালিয়ে যায়।
এসময় বালিয়াডাঙ্গী থানার ওসি সাজেদুল ইসলাম ও এসআই খাইরুজ্জামান গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।