বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা উদীচী শিল্প গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে ঠাকুরগাঁও পাঠাগার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে এই দিবসের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর মেয়র আকবর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদরুদ্দোজা বদর, উদীচীর সভাপতি সেতেরা বেগম প্রমূখ।
পরে পাঠাগার চত্বর থেকে একটি মুক্তি শোভাযাত্রা বেড় হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
বিকেলে শহীদ মিনারে মুক্ত নাটক ও কবিতা আবৃত্তি ও উদীচী জেলা সংসদ গণঙ্গীত পরিবেশন করা হবে।