বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নৌকার প্রার্থী দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি॥

ঠাকুরগাঁও-৩ আসেন দলীয় মনোনয়ন প্রত্যাশী ইমদাদুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রানীশংকৈল উপজেলা আ: লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে রানীশংকৈল চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে উপজেলা আ: লীগ সহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা আ: লীগের সাবেক সাধারণ সম্পাদক তাজউদ্দিন, যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার, পীরগঞ্জ পৌর মেয়র কশিরুল আলম, রানীশংকৈল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাদেব বসাক সহ দুই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় বক্তরা বলেন, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির জন্য গত দুই নির্বাচনে এই আসনটি ছেড়ে দিতে হয়েছে আওয়ামী লীগকে। ঠাকুরগাঁও-৩ আসন থেকে এখনো কোন আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়নি। তাই ধরনা করা হচ্ছে এই আসনে এবারো মহাজোটের শরিকদের জন্য রেখে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আর ছেড়ে দিতে রাজি নয়। আমাদের দাবি মানতে হবে। এই আসনে দলীয় প্রার্থকেই মনোনয়ন দিতে হবে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com