বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
জয় মহন্ত অলক ঠাকুরগাঁও প্রতিনিধি॥ সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ে বিতরণ করা হয়েছে নতুন বই। বছরের প্রথম দিনেই এই নতুন বই পেয়ে আনন্দিত হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনবাসন কেন্দ্রের প্রতিবন্ধী শিশুরাও।
ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে রায়পুর ইউনিয়নের সীমান্তবর্তী চুনিহাড়ি এলাকায় অবস্থিত এই প্রতিবন্ধী স্কুলটি।
আজ মঙ্গলবার সকালে ঐ স্কুলের আয়োজনে স্কুল মাঠ প্রাঙ্গনে প্রায় ৪২৫ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে নতুন বই বিতরণ করেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক।
একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুলের পরিচালক আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল ইসলাম সহ স্কুলের শিক্ষকবৃন্দরা।
বই বিতরণ শেষে স্কুলের প্রতিবন্ধী ২জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমার ধন্যবাদ জানাই এই সরকারকে।
উল্লেখ্য, এবারে ঠাকুরগাঁও জেলায় মোট ৩৫ লক্ষ ৬৯হাজার ৭শ ৬৪টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০লক্ষ ৮৪ হাজার ৪৪ টি বই ও মাধ্যমিক পর্যায়ে ২৪ লক্ষ ৮৫হাজার ৭শ ২০ টি বই বিতরণ করা হয়েছে।
বছরের প্রথম দিনেই নতুন বই সকলের হাতে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন স্কুলের পরিচালক ও ছাত্র-ছাত্রীরা