বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির ১২ বছরে পদার্পনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি শাহিন ফেরদৌস।
এ সময় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, সময় টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, দৈনিক খোলা কাগজের ঠাকুরগাঁও প্রতিনিধি হাসান বাপ্পি, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি সাইফুল ইসলাম প্রবাল, চ্যানেল এস এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, ঠাকুরগাঁওয়ের প্রবীন সাংবাদিক কামরুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন, রানিশংকৈল প্রতিনিধি আনোয়ার হোসেন জীবন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মজিবর রহমান শেখ।