শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলটির নিজেস্ব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের সভাপতি মাহবুল্লাহ আবু নূর, জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস সহ জেলার সকল নেতাকর্মীরা।
বক্তরা এসময় বলেন, মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।