শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে গ্রামীন ব্যাংকের কর্মরত অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিদের বকেয়া ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার তেলিপাড়া গ্রামীণ ব্যাংক জোনাল অফিসের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসুচি পালন করা হয়।
এসময় ঠাকুরগাঁও গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ দাবি করে আসছি। অর্থ মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের বকেয়া বেতন, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদানে মাননীয় প্রধাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। কর্মসুচিতে মজিবর রহমানের সভাপতিত্বে অর্ধশতাধিক গ্রামীন ব্যাংকের কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।