শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে জেলা বিএনপি।
সোমবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন জেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে বিএনপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।
এসময় কার্যালয়ের সামনেই তারা প্রতিবাদ সভা করে। সভায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নূর উল হাবিব চৌধুরী সহ বক্তারা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দেয়া না হলে আরো কঠোর কর্মসুচি দেওয়া হবে।