শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজের পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হাজিপাড়ায় প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মোস্তফা হারুন হেলালী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী।

গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ভূপেন্দ্র নাথ মুখার্জি এবং বাংলাদেশ আওয়ামী লীগ,ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মকবুল হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমির, জেলা পরিষদের সদস্য মারুফ হোসেন। সার্বিক দায়িত্বে ও পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শামসুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com