বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

টার্গেট ছিল ওটিটির কাজ, সারিকা সাবরিন

বিনোদন ডেস্ক : দুই বছর ধরে অভিনেত্রী সারিকা সাবরিন নাটকে কম অভিনয় করছেন । তবে ঈদের নাটকে নিয়মিত দেখা যায় তাঁকে । এখন চঞ্চলের সঙ্গে জুটি হয়ে সাত পর্বের ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী । শেষ করেছেন রায়হান রাফী ও আবদুল্লাহ মোহম্মদ সাদের ওটিটির কাজ । এসব নানা প্রসঙ্গে কথা বলেন ।

কেমন আছেন?

ভালো আছি । শুটিংয়ে থাকলে ভালো থাকি, বেশি ভালো থাকি আরকি । পরিবারেও ভালো সময় কাটে ।

শুটিং ভালো লাগলে কাজের সংখ্যা কম কেন?

কাজের সংখ্যা কম কোথায়? আমার জায়গা থেকে মনে হয়েছে ঠিকই আছে । গত ঈদে মোশাররফ করিম, চঞ্চল ভাইয়ের সঙ্গে ঈদের নাটকে অভিনয় করলাম । এখন চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় করছি । আগের মতো প্রতিদিন শুটিং ভালো লাগে না । যে কারণে ২০২২ সাল থেকে আমি শুটিং কমিয়ে দিয়েছি ।

কেন এমন সিদ্ধান্ত নিলেন?

এই যে প্রতিদিন শুটিং, একই রকম গল্পে কাজ করা, একই চরিত্র । একের পর এক নাটক করে যাচ্ছিলাম, কিন্তু কিছু নাটক ছাড়া অনেক নাটক থেকে ভালো সাড়া পাচ্ছিলাম না । একটা সময় মনে হলো, আমি নিজের কাজে নিজেই সন্তুষ্ট হতে পারছি না । আমি সংখ্যা কমিয়ে ভালো গল্পে কাজ শুরু করলাম । টার্গেট ছিল ওটিটির কাজ । পরে ওয়েবের কাজ করেছি । রায়হান রাফীর ‘মায়া’, সাদের (নির্মাতা আবদুল্লাহ মোহম্মদ সাদ) একটা কাজ । এগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে । কাজগুলো মুক্তি পেলে তখন হয়তো অন্যভাবে দর্শক আমাকে দেখবে ।

ওয়েবের কাজ নিয়ে অভিজ্ঞতা কেমন?

দারুণ সব গল্পে কাজ করেছি । এখন তো ওটিটিতে আন্তর্জাতিক মানের কাজ হচ্ছে । আমরাও পিছিয়ে নেই । প্রযুক্তি, গল্পে এগিয়ে যাচ্ছি । নতুন চিন্তাচেতনা নিয়ে নির্মাতারা কাজ করছেন । দুটি কাজই শেষ করেছি । কিন্তু এখন চুক্তি থাকায় সেগুলো নিয়ে বলা বারণ । এই পেশাদারত্ব মনে চলতে হচ্ছে । কিন্তু নাটকের কথা যদি বলি, প্রত্যাশামতো গল্প পাচ্ছি না । তবে আমি আশাবাদী। অনেক সময় চাওয়া-পাওয়ায় মিল থাকে না । তারপরও চেষ্টা করে যাচ্ছি, বেছে কাজ করতে ।

নাটকের শুটিংয়ে তো অনেক তারকা ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেন, কেউ কেউ ভাইরাল হতে চান…

ভাই, আমি ভাইরাল হওয়ার দৌড়ে নাই । নিজের অভিনয়টা ঠিকমতো করে যেতে চাই । একটা কাজেই মনোযোগ দিতে চাই । আমি নিজের কাজটি ভালো করে করলে দর্শক আমাকে পছন্দ করবেনই । সেই আস্থা আছে । যে কারণে ভাইরাল ট্রেন্ডে গা ভাসাই না । যান্ত্রিক জীবন, প্রতিযোগিতা, দৌড় এসব আমার পছন্দ নয় । যে কারণে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করি না ।

এখন কি মনে হয় পর্দায় বেশি থাকতে হবে?

না না । সেই সময় আমি অনেক আগেই পার করে এসেছি । এখন আর সব সময় পর্দায় নিজেকে দেখানোর কিছু নেই । দর্শকদের ভালোবাসা পেয়েছি । তাঁরা আমাকে চেনেন, সম্মান করেন । জায়গাটা ধরে রাখতে চাই । কিন্তু আমি শুটিংয়ের লাইট-ক্যামেরা-অ্যাকশনে থাকলে অনেক ভালো থাকি । বাসায় গেলে আমার স্বামী মাঝেমধ্যে জানান, শুটিং থেকে ফেরার পর নাকি আমাকে বেশি সতেজ লাগে । আসলে শুটিংয়েই তো আমার বেশি সময় কেটেছে । এই পরিবেশ সবার সঙ্গে দেখা হয়, আড্ডা হয়, কর্মব্যস্ততা এসবই ভালো লাগে ।

শুটিং না থাকলে সময় কাটে কীভাবে?

আমি পুরোপুরি ঘরকুনো মানুষ । তখন একেবারে গৃহিণী হয়ে যাই । সন্তানকে সময় দেওয়া হয় বেশি । সে আমার খুব নেওটা । সারাক্ষণ আমার পেছনে ঘুরঘুর করে । ওকে স্কুলে নিয়ে যাই নিয়ে আসি। কখনো বাইরে ঘুরতে যাওয়া হয় । নিজেকে সময় দিই। আমার মা-বাবা রয়েছেন, তাঁদের সময় দিই ।

এই সময়ের নাটক দেখা হয়?

আমি নাটক দেখি । অনেক ভালো ভালো নাটক হচ্ছে । কিন্তু সংখ্যায় কম হওয়ায় অন্য কাজের ভিড়ে হয়তো সেগুলো নিয়ে কম আলোচনা হচ্ছে । অনেক অভিনয়শিল্পী ভালো করছেন । তাঁদের নাম ধরে বললে কেউ হয়তো বাদ পরবে । তরুণেরাও কিন্তু ভালো করছে । কিন্তু বেশি কাজ হওয়ায় গল্প হয়তো অনেকে ভালো পাচ্ছেন না । যেটা আমিও বলি, শিল্পী হিসেবে গল্পের জায়গায় চাওয়া-পাওয়ার প্রত্যাশার মিল থাকে না । বিষয়টা তো প্রযোজক ও পরিচালকের ওপর। তবে ঈদে পাঁচটির মতো নাটকে কাজ করেছি । চঞ্চল ভাইয়ের সঙ্গে এখন ঈদের সাত পর্বের নাটকের শুটিং করছি । দারুণ গল্প, ভালো লাগছে অভিনয় করে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com