শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

টাঙ্গাইলে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় ছেলে-মেয়েসহ এক মা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

শনিবার দুপুর পৌনে ১২টার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮), মেয়ে সাদিয়া (৬)।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম এসব তথ্য নিশ্চিত করে জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।

এর আগে একই উপজেলায় আরেক দুর্ঘটনায় চারজন নিহত হন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনজন ঘটনাস্থলে ও একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com