রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:: টঙ্গীর খৈরতুর পুর্বপাড়া ইউছুফ আলী হাওলাদারের বাড়িতে পানির ট্যাংকে কাজ করতে গিয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-শাহীন (২৫), আতিক (৩০) ও ফারুক (৩৫)।
স্থানীয়রা জানান, পানি ট্যাংকে পরিষ্কার করতে যায় তারা তিনজন। প্রথমে শাকিল নামে একজন নামতে গিয়ে প্রচণ্ড গ্যাসের কারণে উঠে আসে। পরে ফারুক ট্যাংকের ভেতরে নেমে অজ্ঞান হয়ে যান। কোন শব্দ না পেয়ে আতিক নামেন। দুইজনের কোন শব্দ না পেয়ে শাহীন নামেন। এরপর উপরে থাকা আরও শ্রমিকরা আশপাশের লোকজনকে ডেকে তাদের তিনজনকে মৃত অবস্থায় উপরে তুলে আনেন।
টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন জানান, গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মামলার প্রস্তুতি চলছে।