মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

চিরিরবন্দরে ৫ দিন ব্যাপী চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশের সমাপনী

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::

‘‘উন্নত বাংলাদেশ বিনির্মানে স্কাউটিং’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে গত ২৬ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপী চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশ সমাপ্ত হয়েছে।

সোমবার সকালে স্কাউটারদের মাঝে সনদ বিতরনের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয়।

এর আগে রোববার সন্ধায় তাবু জালসায় উপজেলা স্কাউটের সহকারী কমিশনার ও দারুল ফালাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাবু জালাসায় অগ্নি প্রজ্জলনের উদ্বোধন করেন উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম চিরিরবন্দর উপজেলা স্কাউট কমিশনার মোঃ মাহাতাব উদ্দীন সরকার সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিনাজপুর জেলা স্কাউট সম্পাদক মোঃ আনিসুজ্জামান মিলন রোভার সম্পাদক মোঃ জহুরুল হক চিরিরবনদর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায় উপজেলা প্রোগ্রাম চীফ জমশেদ আলী শাহ উপজেলা কাব লিডার আব্দুর রউফ সরকার কোষাধ্যক্ষ মোঃ মমিনুর রশিদ দারুল ফালাহ আলিম মাদরাসার ইউনিট লিডার আফসার আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান হতে ২২টি ইউনিট অংশগ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com