বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের চিরিরবন্দরে অসহায় দুঃস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য বরাদ্দকৃত রেশন হতে ১৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এর নির্দেশক্রমে ৩৬ বীর রিয়ার অধিনায়ক পিএসসি মেজর আব্দুল্লাহ-আল-ইমরান।
এ সময় ৩৬ বীর রিয়ার টহল অধিনায়ক লেঃ ইমন ইসলাম ও চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা উপস্থিত ছিলেন।