শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে করোনা ইউনিটে সিট খালি নেই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালের ৫ম তলায় ডেডিকেটেড করোনা ইউনিটে আর সিট খালি নেই। তিন দফায় বর্ধিত করা ৭২ শয্যার করোনার ইউনিটে ৭২ জন রোগীই চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার (১৪ জুন) প্রথম প্রহরে পাঠানো এক প্রেসনোটে এসব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড এন্টিজেন ও জেন এক্সপার্টে ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। করোনা ইউনিট থেকে ছাড়া পেয়েছে ৩ জন।

তিনি আরও জানান, জেলায় মোট করোনায় আক্রান্ত ৩ হাজার ১৬৮ জন। মোট রোগী সুস্থ হয়েছেন ১ হাজার ৮০০ জন। বর্তমানে চিকিৎসাধীন ১ হাজার ২৯৪ জন রোগী। মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন। ডেডিকেটেড করোনা ইউনিটে মোট রোগী ভর্তি হয়েছে ৪৩২ জন। এ পর্যন্ত মোট ১৬ হাজার ৭৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে দু’দফায় ১৪ দিনের লকডাউন শেষে জেলাটিতে কঠোর বিধিনিষেধ ১৬ জুন (বুধবার) পর্যন্ত বলবৎ আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com