রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

চাঁদপুরে ৫৭ জন শনাক্তের দিনে মৃত্যু ২

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে ৩৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। এদিন করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালের ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৮ জন, হাজীগঞ্জের ১২ জন, ফরিদগঞ্জের দুজন, শাহরাস্তির পাঁচজন, মতলব দক্ষিণের পাঁচজন, কচুয়ার সাতজন, মতলব উত্তরের দুজন ও হাইমচরের ছয়জন রয়েছেন।

একই দিনে ১৭৪ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৯২ জন, ফরিদগঞ্জের ১২ জন, হাজীগঞ্জের ২৭ জন, মতলব দক্ষিণের ২৮ জন, কচুয়ার একজন, হাইমচরের চারজন এবং শাহরাস্তির ১০ জন রয়েছে।

সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৭ জন। জেলায় মোট মারা গেছে ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১২ হাজার ৪৮২ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৩২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪৮ জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

এদিকে সোমবার চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com