রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

ঘোড়া দৌড় দেখতে হাজারো মানুষের ঢল

টাঙ্গাইল প্রতিনিধিঃ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। ঘোড়া দৌড় দেখতে হাজারো মানুষের ঢল নামে এই এলাকায়।ঘোড়ার দৌড় দেখতে আগের দিনই স্থানীয়দের বাড়ি ভরে যায় আত্মীয়-স্বজনে। সকাল থেকে হাজার হাজার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শিশুরা মাঠে জড়ো হতে থাকেন। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শকে কানায় কানায় ভরে যায় ।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে আকাশী বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে উপজেলার দামপাড়া ও আকাশী গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৩তম ঘোড়া দৌড় প্রতিযোগীতা উদ্বোধন করেন ওয়াল্টন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান।

সরেজমিনে গিয়ে দেখা যায়,খেলা শুরু হলে মাঠের চারদিকে হাজারো দর্শকের উচ্ছ্বসিত আনন্দ ছড়িয়ে পড়ে। দর্শকের মুহুর্মুহু করতালি আর চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। শিশু যুবক বৃদ্ধসহ খেলা উপভোগ করেন সকল বয়সী নারীরাও। এ যেনো চিরায়ত বাঙালির চিরচেনা মিলনমেলা।

ঘোড়া দৌড় দেখতে আসা আব্দুল কাদের জিলানী বলেন, আমি কুমিল্লা থেকে ঘোড়া দৌড় দেখতে এসেছি।ঘোড়া দৌড় দেখতে আমার ভালো লাগে।ভালো লাগে থেকেই এখানে আসে।আমি প্রতি বছর ঘোড়া দৌড় দেখতে আসি।

ঘোড়া দৌড় দেখতে আসা মান্নান বলেন, ১৩ বছর ধরে এখানে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হচ্ছে।আমি প্রতি বছর এখানকার ঘোড়া দৌড় দেখেছি।এবছরও এসেছি।আমি চাই প্রতি বছর যেনো এখানে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়।ঘোড়া দৌড় দেখতে খুব ভালো লাগে।আমি পঞ্চগড় থেকে ঘোড়া দৌড় দেখতে এসেছি।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নজরুল হাজী বলেন, আমি ১৩ বছর ধরে এখানে এসে ঘোড়া দৌড়াই। জামালপুর থেকে আসতে চাই না, কিন্তু থাকতে পারি না।ছোট সময় থেকেই ঘোড়া দৌড়াই। আমার পালে ৬টি ঘোড়া আছে।৬টি ঘোড়াই দৌড়ানোর ঘোড়া।এর মধ্যে দেশি-বিদেশি ঘোড়াও আছে।

আমিনুল ইসলাম বলেন, আমি ৫বছর থেকে ঘোড়া দৌড়াই।শখের জন্য ঘোড়া দৌড়াই।অনেক মানুষ দেখে এই জন্যই ঘোড়া দৌড়াই।ঘোড়া দৌড়ানো আমার শখের বিষয়।আমি এখানে নয় বছর ধরে ঘোড়া দৌড়াতে আসি।

বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আব্দুল বারী বাবুলের সভাপতিত্বে এবং মধুপুর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহসীনুল কবিরের উপস্থাপনায় এই ঘোড়া দৌড় প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, ঘোড়া দৌড় বাস্তবায়ন কমিটির আহবায়ক আনিসুর রহমান ফনু প্রমুখ।

বঙ্গবন্ধু ক্লাবের ১৩তম ঘোড়া দৌড় প্রতিযোগীতায় জামালপুর, মাদারগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদি, হবিগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৩০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com