বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট কার্যালয়ে বুধবার দুপুরে পৌরসভার উন্নয়নমুলক কাজের শত কোটি টাকার প্রকল্পের অধিনে কাজ করার নিমিত্তে এমসিএসপির এক প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ঘোড়াঘাট পৌরসভার প্রকল্পো অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট পৌরসভার মেয়র আঃ ছাত্তার মিলন। বিশেষ অতিথি এম জি এস পি দলের প্রতিনিধি তরিকুল বাসার, ডেপলপমেন্ট প্রকল্পের অফিসার মিজানুর রহমান ও ইকবাল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌসভার প্যানের মেয়র আঃ কাদের, কাউন্সিলার মোহাম্মদ আলী মটুক, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি সামসুল ইসলাম সামু ও চ্যানেল এস টিভির ঘোড়াঘাট প্রতিনিধি আনভীল বাপ্পি এবং শ্রমিকলীগের উপজেলা সভাপতি আতোয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন শিল দেশ গড়ার লক্ষ্যে দেশকে আগামী ৫ বছরে অথাৎ ২০৪০ সালের মধ্যে একটি উন্নয়ন শিল দেশ গরার নিমিত্তে সারা দেশের পৌরসভায় ৯১ হাজার কোটি টাকা অর্থ দিয়ে পৌরসভা গুলোর ব্রীজ, কালভাট পানি নিস্কাসনের ড্রেন, রাস্তাঘাট তৈরীসহ শিক্ষামুলক পাঠাগার ও বিনোদন পার্ক করার কথা বলেন।