শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি:: সোমবার ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামে স্ত্রী আদরি বেগম পাশের বাড়ী বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে বেদম মারপিটের পর স্বামী আতিয়ার রহমান তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনার পর থানা পুলিশ ও গ্রামবাসি ঘাতক স্বামী আতিয়ার রহমানসহ তার বাবা সাহাদুল হক ও মা শাপলা বেগমকে আটক করে পুলিশে সপর্দ্দ করেছে।
এলাকাবাসি জানান, গত তিন বছর পুর্বে গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ থানার আশকুর গ্রামের সহিদুলের মেয়ের সাথে ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামের আতিয়ারের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী আদরি বেগমকে নানা ভাবে সন্দেহ করে মারপিট ও শারীরিক জ্বালা যন্ত্রনা করে আসছিল। ঘটনার দিন স্ত্রী আদরি বেগম পিতার বাড়ী থেকে স্বামীর বাড়ীতে আসলে প্রতিবেশীর বাড়ীতে গেলে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে তাকে বেদম মারপিট করে এবং শ্বাসরোধ করে হত্যার পর ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে স্বামী আতিয়ার রহমানসহ তার বাব ও মা বাড়ী ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ গ্রামবাসির সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।