রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে গুলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে গুলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

আজ রোববার (১৭ নভেম্বর) ভোরে ঘুমধুমের তুমব্রুর চম্পাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। তারা রোহিঙ্গা বলে ধারণা করা গেলেও তাদের নাম পরিচয় কিছুই জানায়নি বিজিবি।

আজ বেলা ১১ টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চম্পাকাটা সীমান্তে টহল দেয়ার সময় ১০-১২ জনের একটি দলকে থামতে বললে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে
তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে এসব মাদকসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com