মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান থেকে॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাহাড় ধসে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন।
রবিবার গভীর রাতে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম নুরুল কাশেম (২৫)। তিনি উখিয়া শরণার্থী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।
আজ সকালে কক্সবাজারের উখিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি জানিয়েছেন, ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচুবনিয়াপাড়া এলাকায় মাটি কাটার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় এক শ্রমিক মারা যান।
স্থানীয় সূত্র জানিয়েছেন, কচুবনিয়া এলাকার আপন বড়ুয়া গত কিছুদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। রবিবার রাত ১টার দিকে পাহাড় কেটে ৫-৬টি ডাম্পার গাড়িতে মাটি ভর্তি করছিল। এক পর্যায়ে পাহাড়ের মাটি চাপা পড়ে শ্রমিক নুরুল কাশেম মারা যান। একই ঘটনায় আহত অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ঘটনাস্থলে গেছেন।