শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। পৃথক দুটি অভিযানে আজুখাইয়া এলাকায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় একটি ইট ভাটায় জ্বালানী হিসেবে বনের কাঠ পুড়ানোর দায়ে ম্যানেজার মোহাম্মদ করিমের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে জনৈক হুমায়ন কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি এই ধরনের পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।