রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
আলহাজ হোসেন,কালিয়াকৈর॥
গাজীপুরের কালিয়াকৈরের গাছবাড়ী এলাকায় বৃহস্পতিবার বিকেলে গাজীপুর-১ আসনের আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল উঠান বৈঠক শুরু করেছেন। উঠান বৈঠকে বোয়ালী ইউনিয়নের গাছবাড়ি এলাকার শতশত ভোটার স্বতঃস্ফুর্ত ভাবে যোগদান করেন। বৈঠকে বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার আ’লীগের সদস্য ও কালিয়াকৈর থানা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান শরীফ, মধ্যপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আ’লীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক মোঃ আয়ুব আলী মেম্বার, মধ্যপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, বোয়ালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্রী সুমন্ত কুমার, বোয়ালী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি শহিদ মাষ্টারসহ প্রমুখ।