শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির বিজয় সুনিশ্চিত: আনিসুর রহমান

মাদারীপুর প্রতিনিধি:: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি শতভাগ প্রস্তুত রয়েছে। এই আন্দোলনে বিএনপির বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

সোমবার (২ জানুয়ারী) বেলা ১২টার দিকে মাদারীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে শহরের চৌরাস্তা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহন করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শকুনী লেক এলাকায় শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এই সরকারের অধীনে বিএনপি কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। যদি তারা এককভাবে নির্বাচন করতে চায় তাহলে এই নির্বাচন যাতে বেগবান না হয় বিএনপি রাজপথে থেকে তা প্রতিহত করবে।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের মুক্তির প্রশ্নে আমরা সবাই রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট সম্পাদক মাসুদ পারভেজ সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com