শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব: ফারিয়া

বিনোদন ডেস্ক, একুশের কন্ঠ : সম্প্রতি নাটকের অভিনেত্রী শবনম ফারিয়া এক সাক্ষাৎকারে বলেন, ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি এসব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? এখন যেই ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নাটকের নামগুলোও দেখেন কী অদ্ভুত প্রকৃতির! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না, তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

অভিনেত্রীর এমন সাক্ষাৎকারের পরেই অনেক সংবাদমাধ্যমে ‘জমানো টাকা খরচ করে চলেছেন শবনম ফারিয়া, সেটাও শেষের পথে’। যা নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো, মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব! কিছু বলার নাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মোবারকনামা। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন শবনম ফারিয়া। পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com