বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

কোর্টের আদেশ উপেক্ষা করে সাবেক সাংসদের জমি দখল

রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদের মামলার প্রেক্ষিতে ঠাকুরগাও কোর্ট কর্তৃক ১৪৪ ধারা নিষেধাজ্ঞা আদেশ উপেক্ষা করে তার জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সাবেক সাংসদ হাফিজউদ্দীন আহম্মেদের ঠাকুরগায়ের রানীশংকৈল পৌর শহরের নয়ানপুর মহিলা কলেজ সংলগ্ন ১৪.১২ একর জমি হতে ৮ শতক জমি নিয়ে বিরোধ বাধে ঐ এলাকার বাসিন্দা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের পরিবারের সাথে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরিবারের লোকজন সাবেক সাংসদের জমি জোর করে দখল করে নেওয়ায় তিনি ঠাকুরগাঁও কোর্টে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম তার ভাই দুলাল রাজেক তার পিতা হাসির উদ্দীনকে বিবাদী করে জমির উপর ১৪৪ ধারা বিধিনিষেধের মামলা করেন। এরই প্রেক্ষিতে রানীশংকৈল থানা পুলিশ গত ২৭ এপ্রিল জমি বাড়ীতে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার আহবান জানিয়ে ১৪৪ ধারা জারি করে আসেন। অথচ সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার উপ-সহকারী কৃষি কর্মকর্তার ভাই দুলাল ও তার পিতাসহ পরিবারের মহিলারা মিলে জমিটি আবার দখল করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম শনিবার মুঠোফোনে বলেন, আমি সাবেক সাংসদের চাচাতো ভাই মোতালেবুর রহমান খোকনের কাছে ৮ শতক জমি কিনেছি। কোর্টের আদেশ মানা না মানার কি আছে এখানে।

সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ বলেন, কোটের আদেশ অমান্য করে জমি দখল করেছে। আমি আবার আদালতের সরানাপন্ন হবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com