বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : ভক্তদের জন্য খারাপ খবর দিলেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী । নিজের বাড়িতেই তার পোষা কুকুরের হামলায় ক্ষত-বিক্ষত হয়েছেন এই অভেনেত্রী । সোমবার (৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি । ছবির ক্যাপশনে লিখেছেন, আপনারা কি দোষীকে দেখতে পাচ্ছেন?
ছবিতে দেখা যায়, কুকুরের আঁচড়ে পা কেটে গিয়েছে । যদিও এই অভিজ্ঞতা মিমির জন্যে নতুন নয় । অতীতেও এমন ঘটনা ঘটেছে । মিমি চক্রবর্তী বরবারই পশুপ্রেমী । তিনি নিজেকে পেট মম বলে থাকেন । একাধিক সারমেয় আছে তার বাড়িতে । মাঝে মধ্যেই পশুদের সঙ্গে আদুরে ছবি-ভিডিও শেয়ার করেন তিনি । সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্প্রতি পথ সারমেয়দের জন্য রতন টাটার মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছিলেন অভিনেত্রী । বলেছিলেন, আপনি সত্যিকারের অনুপ্রেরণা । যদি সবাই এভাবে বুঝত । সহমর্মিতা এবং দয়া যাদের মধ্যে রয়েছে, তারাই প্রকৃত অর্থে ধনী ।
মিমি চক্রবর্তীকে শেষবার ‘আলাপ’ ছবিতে দেখা গেছে । পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকী । মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে । সেই ছবি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছে। খুব শীঘ্রই শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে দেখা যাবে এ অভিনেত্রীকে । চঞ্চল চৌধুরীও রয়েছেন ছবিতে । ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় কুরবানির ঈদে মুক্তি পাবে এই ছবিটি ।