বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

শ্রীনগরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুসহ ৫৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে সোমবার রাতে শ্রীনগর থানার এসআই মাইনুল হক খান বাদী হয়ে মামলা নং ২৫(৮)২০২৫ দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের দোতলায় তাদের সহযোগী অন্যান্য নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়। তারা দেশে অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার উদ্দেশ্যে মিলিত হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বাড়ৈখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশ সেখান থেকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ৩টি বই উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগের নেতাদের পরামর্শে গত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে শ্রীনগর কলেজ গেটের মথুরাপাড়া এলাকায় মাষ্টার আব্দুর রহমান নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রায় ১শ গজ সামনে পরিত্যাক্ত ফাঁকা জায়গায় সমবেত হয়ে নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গোপন পরামর্শ শেষে লিফলেটসহ খাবার বিতরণ করে। এজাহারে গত ১৫ আগস্ট রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত খানের ফেইসবুক আইডির একটি পোস্টের লিংক উল্লেখ করা হয়েছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন, ঢাকা মহানগর (দক্ষিন) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত, আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আলমগীর, শফিকুল ইসলাম মামুন, আলী আক্কাস মৃধা জীবন, মুনসুর আহমেদ, আব্দুল কাদের লিটন, হাজী আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, বাবুল হোসেন বাবু, আজিজুল ইসলাম, আব্দুল বারেক খান বারি, আলী আকবর, জিএস নাজির, সোলায়মান খান, সাবেক ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, যুগ্ন সম্পাদক অনিক ইসলাম, সেচ্ছাবেক লীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম ডালু, সাধারণ সম্পাদক রনজিৎ মল্লিক, ছাত্রলীগ সভাপতি শাওন খান, যুবলীগ নেতা পাভেল শেখ, সাদ্দাম, সৈকত, ওপেল, ছাত্রলীগ নেতা ফাহিম ইসলাম প্রিন্স, জহিরুল ইসলাম লিমন, তরনক লিজু, ইভান শিকদার, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম জিকু, সেলিম খান, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামীর সহ-সভাপতি সামাদ মেম্বার, বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মেম্বারসহ এজাহার নামীয় ৫৮ জনসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে বেশ কয়েকজন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। এই বিষয়ে শ্রীনগর থানা পুলিশ জানায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে এই অপকর্মের সাথে জরিত রয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাসহ দেশকে অস্থিতিশীল করার জন্য যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইন আনুযায়ী মামলা হয়েছে। আসামীরা দেশে বিদেশে যেখানেই থাকুকনা কেন দেশের প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com