শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

কাল নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা

বান্দরবান প্রতিনিধি: আগামী কাল ২ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ধুমঘুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাংগীর আজিজ জানান, তফশিল অনুযায়ী কাউন্সিলারদের মাধ্যমে সভাপতি-সম্পাদক পদ নির্ধারন করতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী কাল ২মে বুধবার । দীঘ আট বছর পর সম্মেলনকে ঘিরে পুরো উপজেলা জুড়ে কাউন্সিলার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মোট ভোটার হলো ১৮০জন।

গত, ১৪ এপ্রিল ছিল সম্মেলনের সভাপতি-সম্পাদক প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ। সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুজন সর্বমোট ৫জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তবে গত ১৮ এপ্রিল সভাপতি পদ থেকে তিন জনের মধ্যে সাবেক সভাপতি আবু তাহের কোম্পানি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নেন বলে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব জানান। বতমানে চার প্রার্থী হচ্ছেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্যসচিব অধ্যাপক মো. শফি উল্লাহ ছাতা প্রতীক নিয়ে এবং সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. তারেক রহমান চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে বর্তমান সদস্যসচিব মো. ইমরান মেম্বার প্রজাপতি প্রতীক,ডা.সিরাজুল হক চশমা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে লড়ছেন।

দলের জেলা নেতৃবৃন্দ সম্মেলনও কাউন্সিল উপলক্ষে নাইক্ষংছড়ি সফরে যাবেন বলেও জানান নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তসলিম ইকবাল চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com