শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা কালিয়াকৈর পৌর সভায় সারা দেশের ন্যায় সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন ও পেনশনের দাবীতে সোমবার সকাল থেকে পৌর সভার সকল অফিসের কার্যক্রম বন্ধ রেখে কর্ম বিরতী পালন করেন।
এসময় বক্তব্য রাখের, ঢাকা কেন্দ্রীয় সার্ভিস এসোসিয়েশন কমিটির সাংঠনিক সম্পাদক বাবুল হোসেন, গাজীপুর জেলা সার্ভিস এসোসিয়েশন কমিটির সাধারণ সম্পাদক নওশিন আক্তার, কালিয়াকৈর পৌর সভার নির্বাহী প্রোকৌশলী হরিপদ রায় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর সভার সার্ভিস এসোসিয়েশন কমিটির সভাপতি আনোয়ারুল মামুন, কালিয়াকৈর পৌর সভার সার্ভিস এসোসিয়েশন কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রোকৌশলী আব্দুল মোতালেবসহ পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা। পরে বক্তরা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন জন্য জোর দাবী জনান।