রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি॥ গাজীপুরের কালিয়াকৈর বারেক মার্কেট এলাকা থেকে একটি নির্মানাধীন ঘরের টিন, কাঠ, দরজাসহ মালামাল চুরি হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
নির্মানাধীন ঘরের মালিক রোজিনা আক্তার সুত্রে জানা গেছে, তার ক্রয়কৃত সম্পত্তিতে প্রায় দুই বছর পূর্বে ক্রয় করে জমির নামজারি জমাভাগসহ সিমানা নির্ধারন করে সীমানায় কাটাতারের বেড়া দিয়ে, কাঠ চারা রোপন এবং নানা ফসল চাষাবাদ ভোগদখল করাসহ একটি চারচালা টিনের ঘর নির্মান করা হয়। এর সাথে বারান্দা করার জন্য টিন, কাঠ, দরজাসহ সমস্ত মালামাল ওই নির্মানাধীন ঘরের ভিতর রাখা হয়। রোববার গভীর রাতে টিন, কাঠ, দরজাসহ সমস্ত মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালে মুল্য প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা হবে।
এব্যাপারে কালিয়াকৈর থানার পুলিশের উপ পরির্দশ মিনহাজ উদ্দিন জানায় চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যস্থা গ্রহন করা হবে।