শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে সোমবার দুপুরে নন্দন পার্ক এর উদ্যোগে মরনব্যাধি সিলিকোসিস রোগে প্রতিরোধে বিনামূল্যে ওয়াশেবল মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় তারা স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী ও বিভিন্ন পেশার শ্রমজীবি মানুষের মাঝে বিনামুল্যে প্রায় দুই হাজার ফিল্টারেবল ও ওয়াশেবল মাস্ক বিতরণ করেন। প্রতি বছর হাজার হাজার শ্রমজীবি মানুষ সিলিকোসিস রোগে মারা যাচ্ছেন। এ মৃত্যু রোধ করার লক্ষে কর্মক্ষেত্রে বিভিন্ন পেশার শ্রমিকদের আচরণগত পরিবর্তন আনার জন্য মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলার আহবান জানান নন্দন পার্কের নির্বাহী পরিচালক অব. লে. কর্নেল তুষার বিন ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন, নন্দন পার্ক মার্কিটিং অফিসার মোঃ মাসুদ রানা, নন্দন পার্ক মার্কিটিং অফিসার মোঃ মামুনসহ নন্দন পার্কের সকল কর্মকর্তারা।