শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
৩য় ধাপে উপজেলা নিবার্চন সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে আজ দুপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিলেন মোঃ রেজাউল করিম রাসেল। অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার মোঃ আসলামের মাধ্যমে এসব মনোনয়নপত্র জমা নেন।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মী নৌকা র্মাকার শ্লোগান দিতে থাকেন। পরে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নেতাকর্মীদের নিয়ে উপজেলা চত্বরে সভাবেশ করেন।
অপরদিকে, আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ কামাল উদ্দিন সিকদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন জমা দেন।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ফরম কিনেছেন ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন। তবে মনেনয়ন ফরম জমা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।
আগামী ২৪ মার্চ উপজেলা নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে।