রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাঈল মহাসড়কের থেকে তল্লাসী করে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ফেনসিডিল বহনকারী একটি ট্রাক আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে গাজীপুর জোনের মারুফ খান সার্জেন্টের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় চেকপোষ্টে দায়িত্ব পালন করছিলেন। এসময় পিয়াজ ভর্তি সুরুভি পরিবহনের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-২৪৪৯) তাদের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এতে সন্দেহ হলে ধাওয়া দিয়ে ওই ট্রাকটি আটক করে। পরে তল্লাসী চালিয়ে পিয়াজের বস্তার নিচে থেকে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গাজীপুর জোনের পুলিশের সার্জেন্ট এসআই মারুফ খান জানান, চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে একটি ট্রাক চট্রগ্রামে যাচ্ছিল। ওই ট্রাকটি চন্দ্রা এলাকায় পৌছলে সন্দেহ হলে ধাওয়া দিতেই চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ফেনসিডিল ও আটক ট্রাকটি কালিয়াকৈর থানায় হস্থান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com