শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

কালিয়াকৈরে সাবেক স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা!

কালিয়াকৈর প্রতিনিধি॥

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতুকিতলা এলাকায় শনিবার রাত সাড়ে আটটার দিকে সাবেক স্ত্রী ফাহিমা আক্তারকে একটি ধারালো চাকু দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে খুন করে। ওই সময় মিকটুল মিয়া গ্রামবাসীর ধাওয়া খেয়ে ফাহিমাকে খুনে ব্যবহৃত চাকু দিয়ে নিজের বুকে নিজেই ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করে। পরে পাশের একটি পুকুরের পানির মধ্যে লাফিয়ে পড়ে।

নিহতরা হলেন, শেরপুর সদর থানার মাইকপাড়া গ্রামের ইনতাজ আলীর মেয়ে ফাহিমা আক্তার(৩০)। আর একই সদর থানার মালিনপার গোনাইমিয়া গ্রামের আশকর আলীর ছেলে মিকটুলা মিয়া (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার হরতুকিতলা গ্রামের বাদশা মিয়ার ভাড়াটিয়া ফাহিমা আক্তার স্থানীয় একটি নায়াগ্রা নামক পোশাক তৈরির কারখানায় চাকুরি করে জীবন নির্বাহ করতো। ওই দিন রাতে ফাহিমার সাবেক স্বামী মিকটুলা মিয়া ওই বাড়ীতে গিয়ে ঘরের ভিতর ঢুকে একটি চাকু দিয়ে ফাহিমাকে এলোপাথারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় ফাহিমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাবেক স্বামী মিকটুলা মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মিকটুলাকে ধরার জন্য ধাওয়া দিলে মিকটুলা নিজেই খুনে ব্যবহৃত চাকুটি নিজের বুকে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করে। পরে পুকুরের পানিতে লাফ দেয়। গ্রামবাসী ওই সময় মিকটুলা ও ফাহিমাকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফাহিমার বাবা ইনতাজ আলী জানান, গত ৫-৬ মাস আগে গ্রাম্য শালিশের মাধ্যমে ফাহিমা আক্তার ও মিকটুলা মিয়ার সাথে বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। তাদের দুই জনের মধ্যে কোন সম্পর্ক ছিল না। কি কারণে আমার মেয়েকে খুন করলো তা তো জানি না।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, সাবেক স্বামী স্ত্রীকে খুন করে নিজেই আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com