শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার সানোয়ার হোসেনের পুত্র সায়েম মিয়া(২৪)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ওই শিশুকে মঙ্গলবার সকালে টিভিতে কার্টন দেখানোর কথা বলে ওই লম্পট সায়েমের বাড়ির একটি কক্ষে নিয়ে যায়। ঘরে প্রবেশের পর দরজা বন্ধ করে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ওই লম্পট ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শিশুটি তার মায়ের নিকট ঘটনাটি খুলে বললে। শিশুটির মা ফরিদা বেগম কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ফরিদা বেগম তার পরিবার নিয়ে রতনপুর শুকুর আলীর ভাড়া বাসায় থাকেন।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রনি কুমার সাহা বলেন, এ ব্যাপারে অভিযোগ হাতে পেয়ে রতন এলাকা থেকে সায়েমকে আটক করা হয়। এছাড়াও ওই আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে গাজীপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে।