শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে আশা (১৪) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিজলহাটি (ফার্ম বাজার) এলাকার সামছুল মাষ্টারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত আশা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন চুনগাছা এলাকার মোঃ আজিজের মেয়ে। সে বাবা-মা’র সাথে হিজলহাটি এলাকায় ভাড়া বাসায় থাকতো। নিহত আশা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে তার পরিবার।
নিহতের বাবা আজিজ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ঝালমুড়ি বিক্রি করি আর আমার স্ত্রী পোশাক কারখানায় কাজ করে। প্রতিদিনের ন্যায় সকালে আমি ও আমার স্ত্রী কাজে চলে যাই। পরে আমার স্ত্রী দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় এসে দেখে আশা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে লাশের ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।