শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে এনএটিপির আওতায় ক্লাস্টার আকারে সেক্স ফেরোমিনের মাধ্যমে বিষ মুক্ত সবজি চাষ শুরু হয়েছে। এ পদ্ধতিতে বিষ মুক্ত সবজি চাষাবাদের কৃষকরা লাভবান হচ্ছে। এ চাষাবাদে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। ফলে ধান চাষের বদলে অনেক কৃষকরা এ পদ্ধতিতে সবজি চাষে ঝুকে পরেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এনএটিপির আওতায় ক্লাস্টার আকারে সেক্স ফেরোমিনের মাধ্যমে উপজেলার সিনাবহ,বাশঁতলী ঠেঙ্গারবান্দ, সাকাশ্বর ও মধ্যপাড়া এলাকায় এ পদ্ধতিতে বিষ মুক্ত সবজি চাষ করছেন কৃষকরা। এ বছর প্রায় ১০ হেক্টর জমিতে এ পদ্ধতিতে বিষ মুক্ত চালকুমড়া ও ধুন্দল জাতীয় সবজি উৎপাদন করা হয়েছে। এনএটিপির আওতায় ৫টি ক্লাস্টার প্রদর্শনী মাধ্যমে সরকারী উদ্যোগে বিনা মূল্যে সার সহ সকল সরঞ্জামাদি ২৯ জন কৃষককে দেওয়া হয়। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের বিনা মূল্যে কৃষকদের ট্রেনিং করানো হয়েছে। পরে কৃষকদের জমির মাটি পরিক্ষা করে সেক্স ফেরোমিন সেট করছে উপজেলা কৃষি অফিস। এ পদ্ধতি সেট করার কারনে কৃষকদের আর জমিতে কোনো কিটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে না। এ পদ্ধতিতে উৎপাদিত সবজি অধিক সু-স্বাধু হওয়ায় ক্রেতাদের প্রচুর চাহিদা বেড়েছে। ফলে বিষ মুক্ত সবজি উৎপাদন করে লাভবান হচ্ছে কৃষকরা।
বাশঁতলী গ্রামের মোহাম্মদ আলী জানান, আমি বিশ শতাংশ ধুন্দল ও ত্রিশ শতাংশ চাল কুমড়া চাষাবাদ করেছি। এই পদ্ধতিতে চাষাবাদ করে ভাল ফলন পেয়েছি। তবে সবজিতে কোন প্রকার বিষ প্রযোগ করা হয় না তাই খেতেও খুব সু-স্বাদ বাজারে বিক্রি করতে গেলে ক্রেতাদের চাহিদাও অনেক বেশি।
কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর জানান, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আগ্রহী করে তুলা হবে। এ প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ করলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে, অন্যদিকে তেমনি বিষ মুক্ত সবজি খেলে স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হবে।