শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঠালতলী এলাকায় শত্রুতা করে একটি মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দু-দিন ধরে মাছ মরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মরে যাচ্ছে সাপ ও ব্যাঙসহ বিভিন্ন প্রজাতির মৎস্য প্রাণীও। প্রায় ৩ লাখ টাকার মাছ ছারা হয়েছে, যা প্রায় ১০ লাখ টাকার মতো বিক্রি করা যেতো। দুদিনে মাছ মরে ব্যাপক ক্ষতি হয়েছে। এভাবে মরতে থাকলে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হবে। তবে উপজেলা মৎস অধিদপ্তরে বিষয়টি জানানো হয়েছে।
উপজেলা মৎস কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা জানান, ওই খামারের দুদিন ধরে মাছ মরছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, যেহেতু সাপ ও ব্যাঙসহ বিভিন্ন প্রজাতির মৎস প্রাণীও মারা যাচ্ছে সেহেতু বিষক্রিয়ার কারণে ওই খামারের মাছ মরতে পারে। তবে খামার থেকে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য বলা হয়েছে। টেস্টের রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।