শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা রেঞ্জের আওতাধীন মৌচাক বিট অফিসের ২০০ গজ উত্তরে বনের জমিতে পাকা বাড়ী নির্মাণ করছেন অবৈধ দখলদাররা।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, চন্দ্রা রেঞ্জের আওতাধীন মৌচাক বিট অফিস। ওই অফিসের আওতায় কয়েক হাজার বনের জমি রয়েছে। বনবিভাগের সহযোগীতায় বনের জমিতে কাজি আমিনুর হোসেন ও আব্দুর রউফ মিয়া ইট দিয়ে পাকা বাড়ী নির্মাণ করছেন। ওই এলাকার বনের জমি প্লট আকারে বরাদ্দ দেন বনবিভাগ। পরে বাগানটি প্লট করে কয়েক জনের নামে দেওয়া হয় মিজানুর রহমান, আমান উদ্দিন সুলতান মিয়াসহ অনেকর নামে । সেই সুযোগে প্লটের জমি মোটা অংকের টাকার বিনিময় বিক্রি করে দিচ্ছে। বনের জমিতে গড়া উঠছে বিলাস বহুল ঘরবাড়ি।
মৌচাক বন কর্মকর্তা সজীব মজুমদার জানান, বিষয়টি আমার জানা নেই তবে বনের জমি দখল করে থাকে তা উচ্ছেদ করে দিব।